শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬

বর্নাঢ্য আয়োজনে ফ্রান্সে পালিত হলো বৈশাখী বর্ষবরণ

বর্নাঢ্য আয়োজনে ফ্রান্সে পালিত হলো বৈশাখী বর্ষবরণ

সাকিব আহমদমুছা,প্যারিস(ফ্রান্স)থেকে: শুক্রবার,১৫এপ্রিল২০১৬॥  ১লা বৈশাখ ১৪২৩, নতুন বছরের প্রথম ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপন সংস্কৃতির আবহে বাংলা বর্ষবরণে আনন্দে মেতে উঠেন  ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।। আবহমান বাংলা বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বরণ করল ফ্রান্স প্রবাসী বাংলাদেশি

বিকাল ১ঘটিকা হইতে বর্ণিল আয়োজন আর প্রাণের উচ্ছ্বাসে যেন নিজেকেই হারিয়ে ফেলেন উৎসব-আনন্দে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি  উদ্বেল নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সংবাদ সংস্থার সাংবাদিক, সরকারী কর্মকর্তা, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী কৃষকসহ সর্বস্তরের মানুষ

স্বরলিপি শিল্পীগোষ্ঠির উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিস এর  লেহালের জকসিম দ্যু বেলি পার্কে  উদযাপিত হয় বাংলা নববর্ষ বরণে বৈশাখি উৎসব-১৪২৩ বাংলা নববর্ষ ১৪২৩ বরণ করে নিতে বৃহস্পতিবার ফ্রান্স প্রবাসী বাংলাদেশি শত ব্যস্ততার মাঝে থেকেও সবাই কাধে কাধ রেখে মিলিত হয়েছেন একই কাতারে এরই অংশ হিসেবে দুপুর ১২টায় স্বরলিপি শিল্পীগোষ্ঠির উদ্যোগে প্যারিস এর  লেহালের জকসিম দ্যু বেলি পার্কে  থেকে শুরু হয় বর্নাঢ্য শোভাযাত্রা লেহালের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস এর  লেহালের জকসিম দ্যু বেলি পার্কে গিয়ে সমাপ্তি ঘটে বর্ণিল আয়োজনের

স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠির শিল্পীদের বৈশাখ নিয়ে গানের ডালি শিশুদের ফ্যাশন শু আর নৃত্য শুধুমাত্র বাঙালিদের নয় আনন্দ দিয়েছে শত শত প্রবাসীদের একে একে প্যারিসের লন্ডনের জনপ্রিয় শিল্পীদের মনমাতানো গান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, মহিলাদের বালিশ বদল, পান্তা-ইলিশ আর হরেক রকম ভর্তার বাহারি আয়োজনে উৎফুল্ল সবাই মঙ্গল শোভাযাত্রায় নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন

বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম. সহিদুল ইসলাম, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, প্রধান উপদেষ্টা এম. তাহের, সাধারণ সম্পাদক শিপন প্লাসিড রিবেরো, আমিনুর রহমান ফারুক, পারভেজ পিটু, শাকিল সরকার, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ বার তাহের, উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া জামিল, চিত্রশিল্পী শাহাদত হোসেইন, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির চৌধুরী, চিত্রশিল্পী হামিদুল হক ভূইয়াসহ ফ্রান্সের কমিউনিটি সংগঠনের নেতা প্রমুখ
এদিকে, অনুষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে  "ফ্রান্স পুলিশ" ফ্রান্স সহ সর্বস্থরের মনুষ জনের বিশেষ নিরাপত্তা দিতে ব্যাপক উদ্যোগ অব্যাহত রাখেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন