বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

হাসিনা পুত্র জয়ের বরাতে আমরা জানতে পাই ইসলামী জঙ্গী খুনীদের বিচার করার মাধ্যমে আওয়ামী লীগ

লেখক ব্লগার সাকিব আহমদ মুছা: ২০১৫ সাল বাংলাদেশের জন্য এ যাবৎকালের সবচেয়ে অন্ধকার একটা বছর ছিলো। শেখ মুজিব হত্যা যেমন মুক্তিযুদ্ধের সমস্ত অর্জনকে অস্বীকার করে পাকিস্তানী নিয়ন্ত্রনে নিয়ে গিয়েছিলো প্রিয় স্বদেশকে, ১৫ বছর ধরে ধীরে ধীরে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ স্বত্তা মুছে যাচ্ছিলো, তেমনি ২০১৫ সাল বাঙালী মনে রাখবে মুক্তবুদ্ধি হত্যার বছর হিসেবে। বাংলাদেশের শেখ মুজিবের কন্যার নজরদারিতে, সরকারের ভেতরের সউদি পাকিস্তানী ঘাপটি মেরে থাকা চরদের প্রত্যক্ষ অসহযোগিতায় খুন হয় একে একে চারজন ব্লগার, একজন প্রকাশক, আহত হয় ব্লগার, কবি, প্রকাশক, জেলে যায় অগনিত ব্লগার, পরিবেশকর্মী পালিয়ে যায় আরো অনেক ব্লগার, লেখক
এই এক বছরেরই বিশ্বের চোখে বাংলাদেশ হয়ে ওঠে ব্লগার হত্যার স্বর্গরাজ্য, বাংলাদেশ ভুখন্ডটি এখন বাক-স্বাধীনতার শ্মশানে পরিণত হয়েছে, যেখানে নাস্তিক পরিচয় দেয়া মানে সামাজিক একঘরে হওয়া, ইসলাম ধর্মের সমালোচনা করা মানে নিজের মৃত্যু নিশ্চিত করে ফেলা। কখন কোথায় আক্রমন হবে, কেউ নিশ্চয়তা দিতে পারে না। পুলিস বলে দিয়েছে দেশ ছেড়ে চলে যেতে, কারন হাসিনা পুত্র জয়ের বরাতে আমরা জানতে পাই ইসলামী জঙ্গী খুনীদের বিচার করার মাধ্যমে আওয়ামী লীগ তার ভোট ব্যাংক, মানে দশ কোটি মুসলামনের ক্রোধের শিকার হতে চায় না। কিন্তু আমরা জানি সউদি রাজার পদলেহী বাংলাদেশের রাজনীতি, সরকার। তাই সউদি কৃপা হারানোই ভয়ের উৎস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন