বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

প্যারিসে শবে মেরাজের আলোচনা ও দোয়া মাহফিল


প্যারিসে শবে মেরাজের আলোচনা দোয়া মাহফিল

সাকিব আহমদ মুছা, প্যারিস (ফ্রান্স) থেকে :–ফ্রান্সের রাজধানী প্যারিসের অভারভিলা মুসলমানদের আয়োজনে আয়োজিত জামে মসজিদে « শাহজালাল (:) উলামা পরিষদ ফ্রান্সের উদ্যোগে », পবিত্র মিরাজুন্নবী (:) উপলক্ষ্যে, এক বিশাল আলোচনা মিলাদ মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

গত কাল ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্তানরত বিপুল সংখ্যক প্রবাসী ধর্মপ্রাণ মুসলমান মুসল্লিদের উপস্থিতিতে, এসময় পবিত্র মিরাজের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে প্রধান অতিথি হিসাবে ওয়াজ পেশ করেন মাওলানা হেলাল উদ্দিন সিরাজি

উক্ত সভার আলোচকরা বলেন পবিত্র শবে মিরাজ ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে অতি পবিত্র এবং মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ রাত মুসলিম জাহানের কাছে রাতের তাৎপর্য অপরিসীম মিলাদশেষে মোনাজাতে বিশ্ব মুসলিমের শান্তি সমৃদ্ধি কামনা করা হয়

আয়োজিত সভার শুরুর প্রথম আর্ধে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে ফ্রান্স সহ ফ্রান্সের সর্ব প্রবাসী মুসলমানেরা শবে মিরাজ পালন করেন সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা ওয়াহিদুর রহমান,উপদেষ্টা সালেহ আহমেদ, ওয়াহিদ বার তাহের প্রমূখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন