সোমবার, ৩০ মে, ২০১৬

মৌলবাদের চাপাতিতে অনন্ত বিজয় দাশকে হারাবার এক বছর

সাকিব আহমদ মুছা, প্যারিস (ফ্রান্স) থেকে :-আজ ৩০শে  মে বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার ছোটকাগজ ‘যুক্তি’র সম্পাদক, বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ (অক্টোবর ৬, ১৯৮২-মে, ১২, ২০১৫) এর প্রথম মৃত্যুবার্ষিকী। একটি শোষণ-নিপীড়ণহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠণের জন্য মুক্তচিন্তা, ইহজাগতিকতা, বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কারবিরোধিতা যে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াটা অতি আবশ্যক তা অনুধাবন করতে পেরেছিলেন গুটিকয়েক মানুষ। […]

৪টি মন্তব্য:

  1. মুক্তমনা সম্পাদক
    অভিজিৎ রায় (১৯৭২-২০১৫) যে আলো হাতে আঁধারের পথ চলতে চলতে আঁধারজীবীদের হাতে নিহত হয়েছেন সেই আলো হাতে আমরা আজো পথ চলিতেছি পৃথিবীর পথে, হাজার বছর ধরে চলবে এ পথচলা।

    উত্তরমুছুন
  2. ডয়চে ভেলেকে দেওয়া বন্যা আহমেদের সাক্ষাৎকারের ভিডিও

    জার্মানির রাজধানী বার্লিনে দ্য বব্সের বিচারকমণ্ডলীর বৈঠকের পর ডয়চে ভেলেকে দেয়া বন্যা আহমেদের সাক্ষাৎকারটি মুক্তমনা পাঠকদের আলোচনার জন্য এখানে পোস্ট করা হলো।

    এ প্রসঙ্গে পড়ুন: ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর আজ অবধি বাংলাদেশের পুলিশ বা অন্য কোনো কর্তৃপক্ষ তাঁর স্ত্রী বন্যা আহমেদের সঙ্গে যোগাযোগ করেনি৷ পাশাপাশি খুনিদের ধরার ব্যাপারেও বিভ্রান্তি ছড়াচ্ছে পুলিশ, মনে করেন বন্যা আহমেদ৷

    উত্তরমুছুন
  3. মৌলবাদের চাপাতিতে আক্রান্ত মুক্তমনা বাংলাদেশিদের নিয়ে তথ্যচিত্র ‘রেজর’স এজ’ পেলো দ‍্য বব্স এর নাগরিক সাংবাদিকতা পুরষ্কার

    একের পর এক নাস্তিক, মুক্তমনা ব্লগার, লেখক, প্রকাশ, সংস্কৃতিকর্মী, মানবাধীকার কর্মী, সচেতন মানুষদের নিয়ম করে হত্যা করা হচ্ছে বাংলাদেশে। একদিকে ইসলামি জঙ্গিদের চাপাতির আক্রমণ অন্যদিকে সরকারের হত্যার ব্যাপারে উদাসীনতা, নিহতকে দায়ি করে মন্তব্য প্রদান, ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে উলটো আক্রান্তকে আরও বেশি আক্রান্ত করা আজ বাংলাদেশের প্রতিটি দিন। মুক্তমনা লেখক নাস্তিকের ধর্মকথা বাংলাদেশের নিহত, আক্রান্ত মুক্তমনা […]

    উত্তরমুছুন
  4. জিহাদীদের থাবার নীচে বাংলাদেশ — সাকিব আহমদ মুছা

    সাকিব আহমদ মুছা, প্যারিস (ফ্রান্স) থেকে : সম্পাদক নোট: সাকিব আহমদ মুছার ‘জিহাদীদের থাবার নীচে’ প্রবন্ধটি তার ওয়েবসাইট থেকে সংগ্রহ করে ব্লগে প্রকাশ করা হলো।

    হামলা ও খুন

    সম্প্রতি কিছু কাল ধরে বাংলাদেশে ইসলামবাদীদের দ্বারা এমন কিছু গুপ্ত হামলা ও হত্যা সংঘটিত হয়েছে যেগুলির ধরন এবং টার্গেট দেখে এগুলির ইসলামী উৎস ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা করা যায়। বুঝা যায় খুনীদের বা হামলাকারীদের প্রধান লক্ষ্যবস্তু […]

    উত্তরমুছুন