রবিবার, ২০ মার্চ, ২০১৬

ফ্রান্সে সাংবাদিকদের সাথে দলিয় ভাবে মনোনয়নের দাবী জানিয়ে কুমিল্লা বাসির মত বিনিময়

সাকিব আহমদ মুছা ফ্রান্স থেকে - দলিয় ভাবে মনোনয়নের দাবী জানিয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৬ঘটিকা হইতে অন্তত রাত আট ঘটিকা পর্যন্ত ফ্রান্স এর রাজধানী প্যারিসএর গারদনর সিটি আবাসিক এলাকার এক রেস্তুরায় সাংবাদিকদের সাথে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আওয়ামীলীগের সভাপতিসহ কুমিল্লা বাসির মত বিনিময়ে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ১২নং গোয়ালমারী ইউনিয়নের সভাপতি ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্ঠা চেয়ারম্যান মিজান চৌধুরী মিটু, প্রধান অতিথী- মো: আবুল কাশেম সাধারণ সম্পাদক ফ্রান্স আওয়ামীলীগ, বিশেষ অতিথি- জনাব মো: আবু তহির প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক সাকিব আহমদ মুছা সহ আরো উপস্থিত ছিলেন- শাকিল সরকার, ওমর ফারুক, নয়ন মামুন, এনায়েত হোসেন সোহেল আখঞ্জি, ফেরদাউস করিম, ইব্রাহিম খলিল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সভায় উপস্থিতি বক্তারা বলেন বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ১২নং গোয়ালামারী ইউনিয়নের বর্তমান ক্ষমতাশীন বঙ্গবন্দুর কন্যা দেশ রত্ন জননেতৃ শেখ হাসিনার বন্দির সময় আওয়ামীলীগের সংগঠনের পক্ষ থেকে ব্যাপক ত্যাগ সহ ভূমিকা পালন অব্যাহত ব্যাস্ত রাখেন আওয়ামীলীগ নেতা জমিস হাসান। নিজ দলের প্রতি তার ত্যাগের অবদান সিমাহীন। ক্ষমতাশীন সরকারের কাছে ফ্রান্সএ অবস্থানরত কুমিল্লা বাসি সহ ফ্রান্স আওয়ামী কমিটির প্রানের দাবি সরকার যেন আমাদের দলের সংগ্রামী ত্যাগী নেতা জসিম হাসানকে নিজ দল থেকে মনোনয়ন দিতে গুরুত্বের সাথে সু-নজরে বরন সহ স্বরণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন