মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

ফ্রান্স আওয়ামী লীগ "২০১৬ জাতীয় শিশু-কিশোর দিবস পালন" শ্রদ্ধার সাথে স্মরন বঙ্গবন্ধুর জন্মদিন

ফ্রান্স আওয়ামী লীগ "২০১৬ জাতীয় শিশু-কিশোর দিবস পালন" শ্রদ্ধার সাথে স্মরন বঙ্গবন্ধুর জন্মদিন

সাকিব আহমদ মুছা ফ্রান্স থেকে- জাতীর পিতার আদর্শে আদর্শিত ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশ ফ্রান্স আওয়ামী লীগ কমিটি গতকাল রবিবার সন্ধ্যা ৬ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসের লাসাপেলের এক ফরাসি রেস্তুরায় জাতীয় শিশু - কিশোর দিবস পালন ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন স্মরণে ফ্রান্সে আওয়ামীলীগ এর উদ্বোগে সু-বিশাল আয়োজন।

 

সভায় ফ্রান্স আওয়ামী লীগ কমিটির সিনিয়র সহ-সভাপতি- ওয়াহিদ বার তাহেরর সভাপতিত্বে  ফ্রান্স আওয়ামী লীগ কমিটির জেনারেল সেক্রেটারী- আবুল কাশেম এর পরিচালনায় ফ্রান্স আওয়ামী লীগ কমিটির উপদেষ্ঠা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স আওয়ামী লীগ কমিটির প্রচার সম্পাদক- নুরুল হক ভূয়া, ফ্রান্স আওয়ামী লীগ কমিটির শহ প্রচার সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী, কর্মজীবী লীগ প্রেসিডেন্ট- নুরুল আবদেন ভাই, এসময় সভায় আরো উপস্থিত ছিলেন ফ্রান্স কার্যকরি কমিটির সদস্য- সুহেল আহমদ, সাধারণ সর্ব ইউরোপ আওয়ামী লীগ কর্মজীবী লীগ সম্পাদক- আলী হোসেন,  ফ্রান্স আওয়ামী লীগ কর্মজিবী লীগ সাধারণ সম্পাদক- ওবায়দুল ইসলাম রুহেল, ফ্রান্স আওয়ামী লীগ কমিটির সদস্য-সুহেল, আরিফ, মামুন, আহমদ, তাহের, নুরুল হক ভূয়া, সাংবাদিক সাকিব আহমদ মুছা, জমসর আলী, মাহবুব আলী, মুছলিম আলী, ইসা মিয়া সহ আরও অন্যান্য উপস্থিতি গণ্যমান্য নেতৃবৃন্দগণ। এসময় সভায় উপস্থিতি বক্তারা বলেন আজকের শিশু আগামীর পথ চলার ভবিষ্যত তাই শিশু এবং কিশোরদের প্রতি আমাদের যত্ম শীল সর্বোচ্ছ শিক্ষা, মান প্রযোগ, প্রয়োগতী দিয়ে শ্রদ্ধাশীল জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শীত করে বঙ্গবন্ধুর ডিজিটাল শোনার বাংলা গড়ার বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা দেশ রত্ম জননেতৃ শেখ হাসিনার নেতৃত্বে একধাপ এগিয়ে এসেছে বাংলাদেশ। তার পরিপেক্ষিতে আমরা মনের করি আজ সেই সুযোগ এসেছে শিশু ও কিশুর দের কে বাঙ্গালী জাতী হিসাবে বাংলার মানুষসহ সমগ্র বিশ্বকে মডেল হিসাবে উপহার স্বরূপ জাতীর স্বার্থে উপস্থান করা। আজকের এই দিনে মনে পড়ে বাঙ্গালীর ইতিহাসের এক কালো অধ্যায়ের স্মরণীয় নাম যা জাতী আজীবন শ্রদ্ধার সাথে স্মরন করে করবে " জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান", যার আদর্শ ছিলো বিরল, নম্র, দেশ প্রেম, দেশ প্রেমিক, তার কথা বাংলার ইতি হাসের পাতায় পাতায় অবধান। তাই আমরা মনে করি "জাতীয় শিশু-কিশোর দিবস ২০১৬" বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত করে বাস্ত বায়িত করা। জাতীর জনক বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্য দেশরত্ম জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলার মাটি থেকে অশ্তিতিশীল সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠির  উদ্ঘাটন ও মৌলবাদী গোষ্টির অপশক্তিকে দ্বংশ সহ নি:শ্বকরন বাস্তবায়ন এর লক্ষ্যে কাজ করা।

 
জননেতৃ শেখ হাসিনা সরকারের অধিনে আজকের শিশু-কিশোর আগামীর ভবিষ্যত, এই কথা ভেবে জাতীর পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার বাস্তবায়নে দেশ থেকে অস্তিতিশীল সৃষ্টিকারী জঙ্গী, মৌলবাদী গোষ্ঠির কালো অপশক্তি দ্বংশ করাসহ জাতীর পিতার আদর্শে দেশ গড়ে জাতীকে আগামীর ভবিষ্যত শিশু-কিশোরদের এক নজির বিহিন উপহার প্রধানের রাষ্টের পরিনত করা। ফ্রান্স অবস্থানরত ফ্রান্স আওয়ামী লীগ কমিটি সহ সর্বস্থরের আওয়ামী লীগের নেতা কর্মীদের নিজদলের প্রতি শ্রদ্ধা থাকা ও বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হওয়া জননেতৃ শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে মডেল রাষ্টের পরিনত করে জাতীয় শিশু-কিশোর দিবস ২০১৬ বঙ্গবন্ধুর স্বপ্নে বাস্তবায়িত করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন