শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬

রাষ্ট্রীয় খরচে প্রবাসীর লাশ পাঠানো

রাষ্ট্রীয় খরচে প্রবাসীর লাশ পাঠানো


সাকিব আহমদ মুছা ফ্রান্স থেকে-বিগত দিন কয়েক আগে ফ্রান্স এর রাজধানী প্যারিসএ অবস্থানরত ৬০-৭০ হাজারের উর্দ্বে মতান্তরে বাংলাদেশি নগরীকগণদের প্রানের দাবি জোড়ালো ভাবে উঠে এসছে। "বিনা খরচে" "রাষ্ট্রীয় অর্থায়নে" বাংলাদেশে প্রাবাসীদের লাশ পাঠানো। এ নিয়ে প্যারিসএ অবস্থানরত বাংলাদেশি নগরীকগণ বিভিন্ন দলে দলবত হয়ে ব্যাপক উদ্দেগের পরিকল্পনা সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে অব্যাহত। ফ্রান্সএ বাংলাদেশি প্রবাসিগন মনে করেন যদি সরকার এ বিষয়এ গুরুত্ব অবদান এর ভূমিকা পালন না করে তাহলে তারা সরকারের পক্ষ থেকে দাবি আদায়ের লক্ষে আরো গুরুত্বতার সাথে ব্যাপক ভূমিকা পালন সহ অন্যান্য পদক্ষেপ নিতে বলবত করবে। প্রবাসীরা মনে করেন প্যারিসএ অনেক বাংলাদেশি আছেন, দিন মজুর ও পরিবার-পরিজন ছাড়া, আর যদি ও কেউ কেউ পরিবার পরিজন নিয়ে থাকেন তাহলে দেখা যায় তাহারা তাহাদের সাংসারী কাজ কর্ম নিয়ে ব্যাস্ত। তাই তারা মনে করেন তাদের মৃতদেহ দেশে সরকারের খরচে ও দায়িত্বে পাঠানো অত্যন্ত জুরুরী। বিগত দিন কয়েক আগে প্যারিসএ বসবাসরত এক বাংলাদেশি নাগরীক মৃতু্যবরণ করলে দেখা যায় পরিবার পরিজন ছাড়া সে, "দিন মজুর" বিধায় তার লাশ বাংলাদেশে পাঠানোর মত আশ পাশের বাঙ্গালী লোকজন ছাড় আর কিছুই নয়। পরবর্তীতে বাংলাদেশি প্যারিসএ অবস্থানরত লোকজনের সহযোগীতায় তার লাশ তার আত্মতীয় স্বজনের কাছে পাঠানোর ব্যাবস্থাসহ পাঠানো হয়। তাই বাঙ্গালীরা মনে করেন বর্তমান ক্ষমতাশীন সরকারকে এ বিষয়ে দু্ত উদ্বেগ নেয়া সহ নিতে হবে এটা প্রবাসীদের প্রানের দাবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন